ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩২৩

তপ্ত দিনে ঘরোয়া উপায়ে ঠাণ্ডা থাকুক ত্বক

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:২৫ ২৯ এপ্রিল ২০২১  

বাড়িতে বসে কাজ করলে যে গরমের তাপ ক্ষতি করে না ত্বকের, এমন নয়। রোদে না বেরোলেও এর কিছুটা যত্ন নিতেই হবে। বাড়িতে সহজ উপায়ে তৈরি কিছু জিনিসেই দিব্যি হয়ে যায় গ্রীষ্মের রূপচর্চা। কাজের ফাঁকে মিনিট দশেক বের করতে পারলেই হলো।


যেভাবে নেবেন ত্বকের যত্ন?
টক দই
এক চামচ বাড়িতে পাতা টক দই। শুধু এটুকুই যথেষ্ট মুখের ক্লান্তির দাগ পরিষ্কার করে দিতে। টানা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে থাকতে যখন ক্লান্ত, তখন ১০ মিনিটের বিরতিতেই করে ফেলা যায় রূপচর্চা। ঠান্ডা দই মেখে নিন মুখে। চোখ বন্ধ করে বসে থাকুন ৫ মিনিট। এরপরে মুখ ধুয়ে নিন। ত্বক পরিষ্কার যেমন হবে, তেমন অনেকক্ষণ ঠান্ডাও থাকবে।


তরমুজের রস
কয়েক টুকরো তরমুজের রস বের করে তাতে একটু পানি মিশিয়ে নিতে হবে। তার পরে ফ্রিজে রেখে দিন। কাজের মাঝে দিনে একবার করে বাড়িতে তৈরি সেই টোনার মাখুন। ত্বক প্রয়োজনীয় পানি পাবে। তাতে নরম থাকবে। উজ্জ্বলও হবে।


অ্যালোভেরা
অ্যালোভেরা গাছ রয়েছে বাড়িতে? সেই থেকে জেলি পদার্থটি বের করে নিতে হবে। গরমের দুপুরে যখন তপ্ত হয়ে ওঠে চোখ-মুখ, তখন সেই জেল মুখে মেখে রাখুন বেশ কিছুক্ষণ। পরে মুখ ধুয়ে নিলে ত্বক নরম এবং ঠান্ডা থাকবে।