ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪০৫

তাপদাহে কানাডায় ৪দিনে ৫শ জনের মৃত্যু  

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৫ ১ জুলাই ২০২১  

প্রচণ্ড তাপদাহে কানাডার পশ্চিমাঞ্চলে গত পাঁচদিনে প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।  গত মঙ্গলবার কানাডায়  সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।
 সেদিন ব্রিটিশ কলম্বিয়ার লাইটন এলাকায় তাপমাত্রা  ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। যা কানাডী বাসী আগে কখনো দেখেননি।
 বুধবার বিকেলে ব্রিটিশ কলম্বিয়া (বিসি) প্রদেশের চিফ করোনার লিসা লাপয়েন্তে জানিয়েছেন, তারা শুক্রবার থেকে বুধবার বিকেল পর্যন্ত অন্তত ৪৮৬ জনের মৃত্যুর খবর পেয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

লাপয়েন্তে জানান, গত পাঁচদিনে ব্রিটিশ কলম্বিয়ায় অভূতপূর্ব মৃত্যুর সংখ্যা দেখা গেছে। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এদের মধ্যে কতজনের মৃত্যু তাপদাহজনিত। যদিও এটি বিশ্বাসযোগ্য যে, মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির জন্য ব্রিটিশ কলম্বিয়ার প্রতিকূল আবহাওয়াই দায়ী।
 
সম্প্রতি কানাডার ব্রিটিশ কলম্বিয়াসহ পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে। এর জন্য তথাকথিত ‘হিট ডোম’কে (উষ্ণ বাতাসে আবদ্ধ আবহাওয়া) দায়ী করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা। বিশ্বাস করছেন, হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির পেছনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে।

এদিকে দেশটির ভ্যানকুভার পুলিশ সার্জেন্ট স্টিভ অ্যাডিসন এক বিবৃতিতে বলেছেন, ‘এসব মৃত্যুর অধিকাংশই তাপদাহের সঙ্গে সম্পর্কিত। আমরা এমন ঘটনা আগে কখনোই দেখিনি। এটি আমাদের মন ভেঙে দিয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর