ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৭৯

তুরস্ক ও গ্রিসে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ২৬

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৭:৪৪ ৩১ অক্টোবর ২০২০  

তুরস্ক ও গ্রিসে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার ( ৩০ অক্টোবর) তুরস্কের এজিয়ান উপকূল এবং গ্রিসের সামোস উপকূলের উত্তরাংশে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। 

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নিহতদের মধ্যে ২৪ জন তুরস্কের পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকার। আর বাকি দুজন গ্রিক দ্বীপ সামোসের বাসিন্দা। এর মধ্যে একজন কিশোর এবং একজন কিশোরী রয়েছে। 

 

নগর মেয়র তুনেস সোয়ের বলেন, ভয়াবহ এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুর্কি নগর ইজমির। সেখানে প্রায় ২০টি ভবন ভেঙে পড়েছে। এর নিচে বহু লোক আটকা পড়েছে।  

 

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) বলছে, আকস্মিক এ ভূকম্পনে দেশটিতে ৮০৪ জন আহত হয়েছেন। ইতোমধ্যে কয়েকশ’জনকে  উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এখনও উদ্ধার তৎপরতা চলছে। এতে স্থানীয়রাও সহায়তা করছেন।

 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের শক্তি ছিল ৭ মাত্রার। তবে এএফএডি বলেছে, এর মাত্রা ছিল ৬ দশমিক ৬।

 

ভূমকম্পনে সামোস বন্দরে ছোট সুনামি দেখা দিয়েছে। উল্লেখ্য, তুরস্ক ও গ্রিস ফল্টলাইনে অবস্থিত। ভূমিকম্প এই অঞ্চলে প্রায়শই ঘটে থাকে। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর