ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭৩

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে: মার্কিন অর্থনীতিবিদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৩ ২ নভেম্বর ২০২২  

আমেরিকার নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের খ্যাতনামা অধ্যাপক নিউরিয়েল রুবিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বাস্তবিক অর্থে চলছে; এটি চলছে ইউক্রেনে এবং সাইবার অঙ্গনে। জার্মান পত্রিকা দার স্পাইগেলকে গত সপ্তাহে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন অধ্যাপক রুবিনি।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ বড় হুমকি। এছাড়া ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ইহুদি ইসরাইলের মধ্যে সংঘাতের সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন।

 

সাক্ষাৎকারে তিনি আরো বলেন, "আমার মনে হয় বাইডেন প্রশাসন চাইছে দেরি না করে চীন তাইওয়ানে যত তাড়াতাড়ি সম্ভব হামলা করুক।"

 

অধ্যাপক রুবিনি বলেন, আমেরিকা এবং চীনের মধ্যকার শত্রুতা মারাত্মক উত্তেজনাকর পর্যায়ে চলে যাচ্ছে। আমেরিকা চীনের কাছে কিছু কিছু সেমিকন্ডাক্টর রপ্তানি নিষিদ্ধ করেছে এবং জাতীয় নিরাপত্তার কথা বলে ইউরোপীয় দেশগুলোকে চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ দিচ্ছে। এ পরিপ্রেক্ষিতে বিশ্বে সম্পর্ক ছিন্নের ঘটনা বাড়তে পারে।

 

তিনি বলেন, ব্যবসা, বাণিজ্য, অর্থনৈতিক লেনদেন, প্রযুক্তি, ইন্টারনেট সব ক্ষেত্রে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর