ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১১৯২

তোয়ালে দিয়ে মুখ মুছবেন না!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৪ ৪ জানুয়ারি ২০১৯  

মুখ পরিষ্কার করতে সাধারণত আমরা সাবান বা ফেসওয়াশ ব্যবহার করি। এরপর গামছা বা তোয়ালে দিয়ে মুছে নিই। আর এতেই হয় যত ক্ষতি। তো কী কী সমস্যা হতে পারে?

১. মুখ ভেজা থাকলে ময়েশ্চারাইজার বা সিরাম ত্বকের অনেক বেশি গভীরে ঢুকতে পারে। কিন্তু তোয়ালে দিয়ে মুছে নিলে ত্বকের ভেজাভাব আর থাকে না। ফলে ময়েশ্চারাইজার ত্বকের ভেতরে প্রয়োজন মতো ঢুকতে পারে না।

২.তোয়ালে বা গামছায় প্রতিনিয়ত ব্যাকটেরিয়া জন্মায়!  ফলে তা দিয়ে মুখ মুছলে সেই ব্যাকটেরিয়া ত্বকের সংস্পর্শে এসে রোমছিদ্র বন্ধ করে দিতে পারে। যার অবশ্যম্ভাবী ফল ব্রণ এবং অন্যান্য সংক্রমণ।

মুখ ধোয়ার পর পানি ঝরানোর সহজ উপায়:

* মাথা ঝাঁকিয়ে বাড়তি পানি ঝেড়ে ফেলা যায়। হাত দিয়ে সরিয়ে নেয়া যায়।

* হাত দিয়েই চেপে চেপে মুখটা একটু একটু করে মুছে নেয়া যায়।

* ভেজা মুখে ময়েশ্চারাইজার মাখলে ভালো উপকার পাওয়া যায়। মুখ বেশি শুকনো লাগলে অল্প ফেস মিস্ট স্প্রে কর যেতে পারে।