ঢাকা, ২২ ডিসেম্বর রোববার, ২০২৪ || ৮ পৌষ ১৪৩১
good-food
৫৮

দায়িত্ব নিলেন আইজিপি বাহারুল আলম ও ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১০ ২১ নভেম্বর ২০২৪  

মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে বাহারুল আলম ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) পুলিশ সদর দপ্তর ও ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়িত্বভার গ্রহণ করেছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

 

এদিকে আইজিপি পদে বাহারুল আলমের নিয়োগের বিষয়ে বুধবার (২০ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আইজিপি পদে মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

 

এর আগে বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডিএমপি কমিশনার হিসেবে সাজ্জাত আলীকে এ নিয়োগ দেওয়া হয়।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর