ঢাকা, ২৮ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫ || ১৫ মাঘ ১৪৩১
good-food
১৪১৮

দিনটি যেমন কাটবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪০ ৩১ আগস্ট ২০২১  

৩১ আগস্ট, ২০২১, মঙ্গলবার। এ দিনে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস-

মেষ : নক্ষত্র চতুর্ভাগবোধকানি চত্বারিত্বের ফলে বিশেষ করে খেলোয়াড়দের এ সপ্তাহে সুনামের যোগ রয়েছে।

বৃষ : লগ্নভাব বা তনুভাব বিচারে দৃষ্ট হয় যে এ সপ্তাহে পেটের পীড়া দেখা দেবে। হার্টের সমস্যাকে সামান্য গ্যাসের সমস্যা ভেবে হেলা করবেন না।

 

মিথুন : পুরুষ-মহিলা নির্বিশেষে জন্ম থেকেই সাধারণের চেয়ে অধিক যৌন আবেদনময়ী। তাই যেথা-সেথা নিজেকে বিলিয়ে দেবেন না।

কর্কট : গ্রহ বৃহস্পতি ও শুক্রের অবস্থানগত ফলাফলে জানা যায় যে, সেনাবাহিনীতে চাকরির সুযোগ আসবে।

সিংহ : মঙ্গল ও রবির অবস্থানগত কারণে ক্রোধ জাগ্রত হতে পারে। মেয়েরা মায়ের ওপর রাগ করে ভুল প্রেমিকের সঙ্গে গৃহত্যাগ করবেন না।

 

কন্যা : ‘ক্ষিতিপুত্রস্য বেলায়াং যস্য জন্ম মহীতলে...’ জন্ম থেকেই পুরুষ-নারী নির্বিশেষে শান্ত ও সুশীলা তাই চট করে লাভবান হবেন।

তুলা : ‘উদিতং ভ্রমিতং ভ্রান্তং সন্ধ্যাহহস্তং’ এ সপ্তাহটা উদ্ভূত ভুলের কারণে দয়িতার ক্রোধে পতিত হতে পারেন।

বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে কেতু গ্রহের উদয়কালীন অবস্থানের ফলে বন্ধু বা ভ্রাতার সাহায্যে অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

ধনু : বর্তমানে লগ্নপতি বুধ লগ্নের দশমে অবস্থান করছে। ফলে নারী-পুরুষ নির্বিশেষে রাজকীয় সম্মান লাভের সুযোগ রয়েছে।

মকর : জাতকের জন্মকু-লিতে শনির প্রভাবের ফলে, জ্যোতিষবিজ্ঞান বলে কৃ তদাসীর গর্ভে সন্তান লাভ। বর্তমান যুগে গৃহকর্ম-সহায়িকা থেকে সাবধান।

 

কুম্ভ : কিরোর সংখ্যাতত্ত্বানুসারে আগস্ট মাসের শেষ সপ্তাহে সামাজিকরূপে প্রতিষ্ঠা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মীন : বিংশোত্তরী অন্তর্দশার ফলে মঙ্গল গ্রহের অবস্থানের কারণে নারী-পুরুষ নির্বিশেষে অপমৃত্যুর সম্ভাবনা রয়েছে। দূরপাল্লার যাত্রা পরিহার করুন।

ভাগ্য মেলান বিভাগের পাঠকপ্রিয় খবর