ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭০

দীর্ঘ অচলাবস্থার অবসান, মালয়েশিয়ায় পৌঁছল ৪৩ কর্মী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:২৬ ১০ আগস্ট ২০২২  

দীর্ঘ চার বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন শ্রমিক নিয়োগ শুরু হয়েছে। প্রথম ধাপে ৫৩ জন কর্মী মালয়েশিয়ায় পৌঁছুলে বিমানবন্দরে তাদের স্বাগত জানান বাংলাদেশের হাই কমিশনার গোলাম সারোয়ার। 

 

মঙ্গলবার (৯ আগস্ট) ভোর ৫.২২ মিনিটে তাদের বহনকারী এয়ার এশিয়ার একে-৭০ ফ্লাইটটি কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে। এসময় হাইকমিশনের শ্রম উইংয়ের মিনিস্টার নাজমুস সাদাত সেলিমসহ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও দুই দেশের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

দীর্ঘ চার বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হওয়াতে হাই কমিশনার গোলাম সারোয়ারে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।  এসময় হাইকমিশনার বলেন, মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের এটা একটি নতুন মাইলফলক। আগামী তিন বছরের মধ্যে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রায় ৫ লক্ষাধিক নতুন লোকের কর্মসংস্থান হবে। এর মাধ্যমে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার অতিক্রম করবে।

 

উল্লেখ্য, মালয়েশিয়াস্থ জিমাত জায়া নামক একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উক্ত কর্মীগণ নিয়োগ লাভ করেছেন। মালয়েশিয়ার সরকারের নতুন বেতন কাঠোমো অনুযায়ী তারা প্রতিমাসে অন্তত পক্ষে ১৫০০ মালয়েশিয়ান রিংগিত অর্থাৎ বাংলাদেশী প্রায় ৩৭ হাজার টাকা বেতন পাবেন। 

 

তাছাড়াও তারা মালয়েশিয়ার আইন অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ওভারটাইম, বিনামূল্যে বাসস্থান, স্বাস্থ্য বীমা, কর্মস্থলে দুর্ঘটনাজনিত বীমাসহ অন্যান্য সকল সুবিধা প্রাপ্য হবেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর