ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
১২৩৪

দুই কিবলার মসজিদ : মসজিদ আল কিবলাতাইন

মেজর ডা. খোশরোজ সামাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৫ ১৫ সেপ্টেম্বর ২০১৯  

১.  আরবি ' কিবলা '  শব্দের অর্থ  ' নামাজ আদায়ের দিক নির্দেশক।

২. আমরা জানি যে, কোন মসজিদের একটিই মাত্র কিবলা থাকে।

৩. ইসলামের প্রথম জামানায় বায়তুল মুকাদ্দাসের দিকে কিবলা নির্দিষ্ট করা ছিল।

৪. ইহুদিরা বাইতুল মুকাদ্দেসের দিকে কিবলা নির্ধারণ করে প্রার্থনা করে।

৫. পবিত্র গ্রন্থে উল্লেখ করা আছে যে , মুহাম্মদ (সা.) মদিনায় একদিন জোহরের নামাজ আদায় করবার সময় জিবরাইল( আ.) এর মাধ্যমে ওহীপ্রাপ্ত হন যে, এখন থেকে কাবার দিকে কিবলা নির্ধারিত হবে। নামাজের মধ্যেই তিনি কিবলা পরিবর্তন করেন এবং পরবর্তীতে সাহাবীগনেরাও কিবলা পরিবর্তন করেন। এই ঘটনাটি যে মসজিদের মধ্যে ঘটে এই স্মৃতিকে ধারণ করবার জন্য মসজিদটির নাম হয়  ' মসজিদ আল কিবলাতাইন ' অর্থাৎ যে মসজিদের দুইটি কিবলা আছে।

৬. মসজিদের শেষ সংস্কার করবার সময় শুধু কাবার কিবলা রেখে বাকিটি ভেংগে ফেলা হয়।

৭. কিবলার মত সংবেদনশীল বিষয়কে ঘিরে এবং সরাসরি মুহাম্মদ( সা.)-এর স্মৃতি বিজড়িত হওয়ায়  ' মসজিদে কিবলাতাই ‘  হজ্জব্রত বা ওমরাহ পালনকারীসহ পর্যটকদের জন্য বিশেষ দর্শনীয় স্থান। এখানে নামাজ আদায় করাকে বিশেষ সৌভাগ্য বলেই মনে করা হয়।
 

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর