ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৯৯

দুই বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৯ ১৮ জুন ২০২৩  

সারাদেশে বৃষ্টি বেড়ে যাওয়ায় গত কিছুদিন ধরে চলা তাপপ্রবাহ দূর হয়েছে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে সোমবার সারাদেশে, বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে।

 

গত ২৯ মে থেকে সারাদেশে তাপপ্রবাহ শুরু হয়। অসহনীয় তাপদাহ চলে টানা ১০ জুন পর্যন্ত।  ফের দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয় তাপপ্রবাহ।  রোববার (১৮ জুন) থেকে তাপদাহ দুর হয়েছে। এসময়ে উত্তরাঞ্চলের কোনো কোনো জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তীব্র হয় তাপপ্রবাহ।

 

রোববার (১৮ জুন) আষাঢ় মাসের ৪ তারিখ। আষাঢ় শুরু হওয়ার আগেই দেশে বর্ষার (দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে) বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টির প্রবণতা বেশি ছিল সিলেট অঞ্চলে। রাজশাহী, রংপুর, খুলনা অঞ্চলে বৃষ্টি ছিল কম। এতে একই সঙ্গে দেশে ভারী বৃষ্টির সঙ্গে বইছিল তাপপ্রবাহ।

 

রবিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বেড়েছে। ঢাকাতেও বৃষ্টি হচ্ছে। ভ্যাপসা গরমে অস্বস্তি অনেকটাই দূর হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। যেখানে দু-দিন আগেও তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।