ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৫৩

দুই শিশুর কাণ্ডে হতবাক মা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৪ ২২ ডিসেম্বর ২০১৯  

পরিবারের প্রাণ শিশুরা। তবে ছোট ছোট শিশুদের কিছু কার্যক্রমে বিড়ম্বনাও কিছু কম নয়। সম্প্রতি মা-বাবার অগোচরে দুই শিশুর কাণ্ডে হতবাক হয়ে পড়েছে নেট দুনিয়া। মা জানেন না, কিন্তু মায়ের ক্রেডিট কার্ড ব্যবহার করে দুই শিশু অনলাইন থেকে কিনে ফেলেছে প্রায় ৬০ হাজার টাকার খেলনা। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে।

বর্তমানে অনলাইনে অনেক শপ আছে যেখান থেকে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেমের সাহায্যে শপিংও করা যায়। এরকমই একটি অনলাইন শপ থেকে একগাদা খেলনা অর্ডার করে দেয় ভেরোনিকা এস্টেল নামের এক নারীর দুই সন্তান। আর খেলনা অর্ডার করার পর তারা মায়ের ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করে দেয়। বিল হয়েছিল ৭০০ মার্কিন ডলার (যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০ হাজার টাকা)।

বিষয়টি সম্পর্কে প্রথমে কিছুই জানতেন না ভেরোনিকা বা তার স্বামী। কয়েক দিনের মধ্যে বাড়িতে চলে আসে বড় বড় কয়েকটি বাক্স। ভেরোনিকা প্রথমে ভাবেন কেউ উপহার পাঠিয়েছেন। খুলে দেখেন, সব বাচ্চাদের খেলনা। কী নেই তাতে! ‘খেলা ঘর’ তৈরির সরঞ্জাম থেকে বার্বি ডল, সবই রয়েছে।

প্রথমে উপহার ভাবলেও পরে ভেরোনিকা বুঝতে পারেন, এগুলি মোটেই উপহার নয়। তার ক্রেডিট কার্ড থেকে এই সব কিনেছে তারই দুই সন্তান। তারপরই বকাবকি শুরু করেন বাচ্চাদের। সেই সঙ্গে তিনি মোবাইলের ক্যামেরা অন করে রেকর্ড করতে থাকেন কী কী কিনেছে তার সন্তানরা। একটি বড় প্যাকেট রাখা ছিল বাড়ি গ্যারেজেও, শুধু সেটির দামই ১৪ হাজারের বেশি।

ভেরোনিকার বকাবকিতে কাঁচুমাচু হয়ে কাঁদতে শুরু করে দুই শিশু। শেষে হাসতে হাসতে তিনি জিজ্ঞেস করেন, “এত কিছু কিনেছে অথচ মায়ের জন্য কিছুই অর্ডার করোনি? সব নিজেদের জন্য কিনেছো।” দুই শিশুর কান্না দেখে ভেরোনিকা শেষে তাদের আশ্বস্ত করেন, কাঁদতে বারণ করেন।

মায়ের আশ্বাস পেয়ে পরে শিশু দু’টি হাসতে শুরু করে। টাকা খরচ হলেও দুই সন্তান খ্রিস্টমাস গিফট পেয়ে যাওয়ায় ভেরোনিকাও আনন্দ প্রকাশ করেন।

 

ফিচার বিভাগের পাঠকপ্রিয় খবর