ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৮৯৮

দুই সন্তানের অপেক্ষায় এন্ড্রু কিশোরের পরিবার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৯ ৭ জুলাই ২০২০  

কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর সোমবার চলে গেলেন না ফেরার দেশে। তার প্রস্থান শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে সংগীতের অনুরাগীদের।  শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে। কারণ তার দুই সন্তান সপ্তক ও সংজ্ঞা এখন অস্ট্রেলিয়াতে রয়েছেন। তারা দেশে না ফেরা পর্যন্ত অপেক্ষা করা হবে। করোনা পরিস্থিতিতে সপ্তক ও সংজ্ঞার দেশে ফিরতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন এন্ড্রু কিশোরের পরিবার।
পরিবার থেকে জানানো হয়েছে, সপ্তক ও সংজ্ঞা বাবার মৃত্যু সংবাদ পেয়ে দেশের  উদ্দেশ্যে রওনা হয়েছেন। করোনা ভাইরাসের কারনে তারা  সরাসরি ফ্লাইট ধরতে পারেননি। পরিস্থিতির  কারনে দুজন কানেকটিং ফ্লাইটে দেশে ফিরছেন। এজন্য  কয়েকদিন  সময় লাগতে পারে। 
এখন এন্ড্রু কিশোরের মরদেহ রাখা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজের হিমাঘরে।
এন্ড্রু কিশোরের ভগ্নিপতি জানান, মৃত্যুর আগে এন্ড্রু কিশোর বলে গেছেন তাকে যেন মায়ের পাশেই সমাহিত করা হয়। সেই ইচ্ছানুযায়ী মায়ের পাশেই তাকে সমাহিত করার প্রস্তুতি নেয়া হয়েছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর