ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৩৫০

আড়ং-এ ক্রেতা ঠকানো

দুপুরে জরিমানা, রাতেই বদলি ম্যাজিষ্ট্রেট!

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৪৭ ৪ জুন ২০১৯  

একটি পাঞ্জাবির দাম মাত্র ৫ দিনের ব্যবধানে দ্বিগুন রেখেছিল আড়ং। এজন্য আড়ং-এর উত্তরা আউটলেটকে দুপুরে জরিমানা করা হয়। আড়ং-এ অভিযান এবং জরিমানার ঘটনার কয়েক ঘন্টা পর রাতে বদলি করা হলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সেই কর্মকর্তাকে।

উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তার নাম মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। তাকে খুলনায় বদলি করা হয়েছে। আগামী ১৩ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

 

সোমবার (৩ জুন) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে বদলির আদেশটির প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

 

জনপ্রশাসান মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মত আব্দুল লতিফের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নতুন কর্মস্থল সড়ক ও জনপদ অধিদফতর খুলনা জোন। তাকে এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে বদলি করা হলো।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৩ জুনের মধ্যে এই কর্মকর্তাকে তার বদলি কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় আগামী ১৩ জুনের দুপুরে তার বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন।

 

এর আগে সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় জসিমউদ্দিন সড়কে আড়ং-এর একটি আউটলেটে একই পাঞ্জাবি পাঁচদিনের ব্যবধানে দ্বিগুন দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আউটলেটটি বন্ধ করে একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। জরিমানা করে অফিসে ফিরে বিকেল পর্যন্ত ছিলেন ওই কর্মকর্তা। তখন তার বদলির আদেশটি হয়নি। তবে সন্ধ্যার পর ওয়েবসাইটে এই আদেশটি দেখা যায়।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশটি ওয়েব সাইটে আসার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মূহুর্তেই ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইল ও নিউজফিডে ছড়িয়ে পড়ে তা।

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।