ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৫৮

দুর্ঘটনায় গাড়ি নিয়ে পানিতে পড়ে গেলে বাঁচবেন যেভাবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১৩ ২ মার্চ ২০২২  

চাঁদপুরের শাহরাস্তিতে এক গাড়ি দুর্ঘটনায় পাঁচজন মানুষ মারা গেছেন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক পুকুরে পানিতে পড়ার পর গাড়িটির কোনো যাত্রীই বের হতে পারেননি, ফলে গাড়িতে থাকা সবাই পানিতে ডুবে মারা গেছেন।

 

পুলিশ জানায়, কুমিল্লায় এক বিয়ের অনুষ্ঠান শেষে ফিরছিলেন তারা। বাংলাদেশে এ ধরণের সড়ক দুর্ঘটনা বিরল নয়। সাবেক অর্থমন্ত্রী এবং বিএনপি নেতা সাইফুর রহমান এরকম এক দুর্ঘটনাতেই মারা গিয়েছিলেন।

 

কিন্তু কোনো যানবাহন পানিতে পড়লে বাঁচার কোনো উপায় কি আছে? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাকসিডেন্ট রিসার্চ ইন্সটিটিউটের অধ্যাপক আরমানা সাবিহা হক বলেন, সাধারণত এ ধরণের দুর্ঘটনায় মানুষ ভীষণ আতংকিত হয়ে যান, আর এ কারণে বাঁচার উপায় সম্পর্কে যুক্তিসংগত চিন্তা করতে পারেন না অনেকেই।

 

তিনি বলেন, এ ধরণের দুর্ঘটনায় প্রথমেই মনে রাখতে হবে যে আপনার হাতে সময় খুব কম, যে সময় আছে সে টুকুর সর্বোচ্চ ব্যবহার করার কথা ভাবতে হবে। তার পরামর্শের ভিত্তিতে এ ধরণের দুর্ঘটনায় যা করতে হবে- 

 

১. আতংকিত হওয়া যাবে না। এ ধরণের পরিস্থিতিতে আতংকিত হওয়াই স্বাভাবিক, তবে চেষ্টা করুন শান্ত থাকতে। সময় ক্ষেপণ করা যাবে না। পানিতে গাড়ি ডুবে যাচ্ছে, এটা খুবই বিপজ্জনক পরিস্থিতি, কিন্তু মনে রাখতে হবে আপনার হাতে মাত্র ৩০ থেকে ১২০ সেকেন্ড সময় আছে। এর মধ্যেই দ্রুত করণীয় ঠিক করে ফেলতে হবে। গাড়ি থেকে বের হবার আগে সাহায্য চেয়ে ফোন দেয়ার দরকার নেই, কারণ দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিক সাহায্য এসে পৌঁছানোর সম্ভাবনা এক্ষেত্রে খুব কম। ততক্ষণে বরং আপনার মূল্যবান সময় নষ্ট হবে।

 

২. দ্রুত সিট-বেল্ট খুলে ফেলতে হবে। বাস বা অন্য কোনো যানবাহনে থাকলে যেখানে সিট-বেল্ট নেই সেখানে প্রথমেই জানালা খুলে ফেলতে হবে।

৩. গাড়ি পানিতে ডুবে গেলে প্রথমেই গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে লকড হয়ে যায়। চেষ্টা করুন গাড়ি আনলক করে দ্রুত বেরিয়ে যাবার। দরজা খুলতে না পারলে জানালা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন।

 

৪. গাড়ির কাঁচ নামাতে না পারলে জানালা ভাঙতে হবে। সাধারণত গাড়ির কাঁচ খুব মজবুত হয়, হালকা কিছুর আঘাতে সেটি ভাঙবে না। চালকের আসনের পাশের আসনটির হেডরেষ্টের সাথে ইস্পাতের একটি ছোট রড থাকে, যা গ্লাস-ব্রেকিং হ্যামার নামে পরিচিত, সেটি দিয়ে গাড়ির কাঁচ ভাঙা যায়। সেটি খুঁজে না পেলে হাতের কাছে শক্ত কোন কিছু দিয়ে চেষ্টা করুন কাঁচ ভাঙার। কিছু না পেলে লাথি দিয়েও চেষ্টা করতে পারেন। পানিতে ডুবে গেলে চেষ্টা করবেন যেন কোনভাবেই যেন নাক-মুখ দিয়ে পানি না ঢুকে। দমবন্ধ করে আটকে রাখুন। সাথে শিশু থাকলে তাদের আগে গাড়ি থেকে বের করুন। 

 

৫. জানালা বা দরজা যেখান দিয়েই বের হন, দ্রুত সাঁতরে ওপরে উঠে যান। পানির বুদবুদ খেয়াল করুন। বুদবুদ দেখেই আপনি ওপরে যাওয়ার পথ বুঝতে পারবেন।