ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৫৭

দেখা মিলেছে সুচির

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৮ ৩ ফেব্রুয়ারি ২০২১  

সেনা অভ্যুত্থানের পর খোঁজ মিলেছে মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সুচির। মঙ্গলবার সকালে তার বাসার প্রাচীরের মধ্যে তাকে দেখা গেছে। নেত্রীর রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রেস কর্মকর্তা কি টো বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এনলডি’র এক আইনপ্রণেতা জানিয়েছেন, ফের সুচিকে গৃহবন্দি করা হয়েছে। এবার রাজধানী নেপিদোর তার সরকারি বাসভবনে তাকে নজরবন্দি করা হয়েছে।

 

পরিকল্পিত এক অভ্যুত্থানে গেল সোমবার (১ ফেবুয়ারি) মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। দেশটির নবগঠিত সংসদের এদিন পূর্বনির্ধারিত বৈঠক ছিল।  

 

২০২০ সালের নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয়লাভ করে এনএলডি। তবে নির্বাচনে জালিয়াতির অভিযোগে সেই সরকারকে ক্ষমতাচ্যুত করে জান্তারা। একই সঙ্গে ডি ফ্যাক্টো নেতা অং সান সুচিকে আটক করে তারা। দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টওকে গ্রেপ্তার করে সেনারা। এছাড়া তাদের হাতে একাধিক রাজনীতিবিদ বন্দি হন। 

 

নিজেদের টেলিভিশনে সম্প্রচারিত বার্তায় গোটা দেশে এক বছর জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী। অভ্যুত্থানের পর সামরিক প্রধান মিন উং লাইং দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন। আর সাবেক জেনারেল মিন্ট সুই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর