ঢাকা, ২২ ডিসেম্বর রোববার, ২০২৪ || ৮ পৌষ ১৪৩১
good-food
১৯৪২

দেখা যাচ্ছে নীল চাঁদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৪ ৩১ অক্টোবর ২০২০  

কখনও কী নীল চাঁদ দেখেছেন? এখন এই প্রশ্ন ওঠার যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে। কারণ, এবার মহাকাশে দেখা যাবে নীল রঙের চাঁদ। করোনাভাইরাস আবহে এই বিরল দৃশ্যের সাক্ষী হতে পারবেন অনেকে। 

 

সবসময় এই ধরনের নীল চাঁদ দেখা যায় না। তাই একে ইংরেজিতে বলে ‘ওয়ান্স ইন এ ব্লু মুন’। সাধারণত এক মাসে দু’বার পূর্ণিমা হলে দ্বিতীয় পূর্ণিমার দিনে চাঁদ নীল দেখায়। গেল ১ অক্টোবর প্রথম পূর্ণিমা হয়েছিল। আর পরের পূর্ণিমা ৩১ অক্টোবর। সুতরাং নিয়ম অনুযায়ী, এদিন রাতে চাঁদ নীল দেখা যাবে। 

 

তবে তা পুরোপুরি নীল হয় না। বিশেষজ্ঞদের মতে, নীল চাঁদের সঙ্গে নীল রঙের কোনও সম্পর্ক নেই। ২০১৮ সালে এই ধরনের নীল চাঁদ দু’বার দেখা গিয়েছিল। একবার ৩১ জানুয়ারি, পরে ৩১ মার্চ।