ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৪২৮

দেশেই তৈরি হবে মিটসুবিশি ব্র্যান্ডের ‘বাংলা কার’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪০ ৩ সেপ্টেম্বর ২০২১  

একের পর এক স্বপ্ন পূরণ করে চলেছে শেখ হাসিনার সরকার। এবার দেশেই তৈরী হতে যাচ্ছে আধুনিক গাড়ির বহরে নতুন সংযোজন ‘বাংলা কার’। বাংলাদেশ ইস্পাত শিল্প করপোরেশনের (বিএসইসি) সহায়তায় এ গাড়ি তৈরী করে দেবে জাপানের মিটসুবিশি মোটর করপোরেশন (এমএমসি)।

 

২০২৫ সালের মধ্যে বাংলাদেশে মিটসুবিশি ব্র্যান্ডের এ গাড়ি তৈরির জন্য যৌথ উদ্যোগের অংশ হিসেবে কারখানা স্থাপনের উপায় নির্ধারণে হয়ে গেল সমঝোতা স্মারক সই।

 

বাংলাদেশ ইস্পাত শিল্প করপোরেশনের চেয়ারম্যান শহীদুল হক ভূঁঞা এবং মিটসুবিশি মোটর করপোরেশনের ইউরোপ ও মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়া বিভাগের মহাব্যবস্থাপক কুরাহাশি মাসাতসুগু তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। 

 

বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ইস্পাত শিল্প করপোরেশন (বিএসইসি) এবং জাপানের মিটসুবিশি মোটর করপোরেশনের (এমএমসি) মধ্যে দেশে এ ব্রান্ডের গাড়ি তৈরি ও কারখানা স্থাপনের সমীক্ষা কার্যক্রম শেষ করতে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন উপস্থিত ছিলেন। এসময় তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে যানবাহন ও যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপনের আহ্বান জানান।

 

২০২৫ সালের মধ্যে যৌথ উদ্যোগে ‘বাংলা কার’ব্র্যান্ড চালুর আশা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশকে উন্নয়নের সর্বোচ্চ বা বৃহত্তর পর্যায়ে পৌঁছাতে আমাদের সরকার শিল্পায়ন ও শিল্পের বিকাশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

 

তিনি বলেন, দেশে শিল্পায়নের জন্য আমরা বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের সুবিধার্থে সব ধরনের সহায়তা দিচ্ছি। দেশে উৎপাদিত পণ্যের উৎপাদন এবং রফতানি বাড়ানোর লক্ষ্যে সরকার শিল্পনীতি সহায়তাসহ সব প্রকার সহযোগিতা করে আসছে।

 

শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ, মিটসুবিশি মটর করপোরেশেনের প্রতিনিধিরা, শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা এ অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি সংযুক্ত হন।

 

এসময় প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বাংলাদেশে অটোমোবাইল শিল্প সম্ভাবনাময় একটি খাত হিসেবে বিবেচিত হচ্ছে। এ খাত জাতীয় অর্থনীতিতে প্রশংসনীয় অবদান রাখছে।  

 

শিল্পসচিব বলেন, সরকারের ঘোষিত শিল্প-বান্ধব শিল্পনীতি অনুযায়ী শিল্প মন্ত্রণালয়  কাজ করে যাচ্ছে।

 

বাংলাদেশ ইস্পাত শিল্প করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান শহীদুল হক ভূঁঞা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে একের পর পর এক স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে উন্নতমানের ব্র্যান্ড ‘বাংলা কার’ দেশেই তৈরীর প্রক্রিয়া শুরু হলো। সমীক্ষা কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে গাড়ি তৈরীর বিষয়ে দরকারি সব ধরনের সহায়তা দিয়ে যাবে বাংলাদেশ ইস্পাত শিল্প করপোরেশন। 

 

সমঝোতা স্মারকের অধীনে মিটসুবিশি মোটর করপোরেশন বাংলাদেশে মিটসুবিশি ব্র্যান্ডের যানবাহন উৎপাদন ও সংযোজনের জন্য যৌথ উদ্যোগে একটি কোম্পানি প্রতিষ্ঠার উদ্দেশে সম্ভাব্যতা যাচাইয়ের প্রয়োজনীয় সমীক্ষা কার্যক্রম পরিচালনা করবে।