ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
২০৯

দেশের বিভিন্ন ব্যান্ড দলের নামে এইচএসসির প্রশ্নপত্র

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৪:২৫ ২ জুলাই ২০২৪  

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৩০ জুন) বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যার প্রশ্নপত্রের বিভিন্ন সেট দেশের বিভিন্ন ব্যান্ড দলের নামে সাজানো হয়। ইতোমধ্যে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

 

সোমবার (১ জুলাই) ব্যান্ড দল অ্যাশেজের সদস্য জুনায়েদ ইভান নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ সংক্রান্ত তথ্য তুলে ধরেছেন। তিনি জানান, দেশীয় ব্যান্ডদলের নামে এবার এইচএসসির বাংলা প্রথমপত্রের প্রশ্নের সেট কোড নির্ধারণ করা হয়েছে। 

 

পোস্টে বিভিন্ন প্রশ্নপত্রের সেটের ছবি দিয়ে ইভান লেখেন, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্ন কোড দেশের বিভিন্ন ব্যান্ড দলের নাম অনুসারে সাজানো হয়েছে। এবার প্রশ্নের সেট অ্যাশেজ, মাইলস, ওয়ারফেজ, চিরকুট, লালন, আভাস, অবসকিউর ব্যান্ডের নামে সাজানো হয়েছে। নিশ্চয়ই বাংলা ব্যান্ডের জন্য এ উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে।

 

ইতোমধ্যে ওই পোস্টে প্রায় ১৮০০ কমেন্ট পড়েছে। এসব কমেন্টে অনেকেই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। আবার কেউ জানিয়েছেন, রাজশাহীতে ‘লালন’, বরিশালে ‘অ্যাশেজ’ ব্যান্ডের প্রশ্নের সেট পেয়েছেন তারা।