ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৭০১

দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমা করবে না- মির্জা ফখরুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৫ ২২ জানুয়ারি ২০১৯  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ আওয়ামী লীগকে কখনোই ক্ষমা করবে না। আওয়ামী লীগ যেভাবে জনগণের ভোটের অধিকার হরণ করেছে, যেভাবে নীলনকশার নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা কুক্ষিগত করেছে তা গোটা দেশের মানুষ দেখেছে। 

আজ মঙ্গলবার ঠাকুরগাঁও পৌর এলাকায় নির্বাচনোত্তর এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেছেন, এ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি পরাজিত হয়নি, এখানে পরাজিত হয়েছে আওয়ামী লীগ, পরাজিত হয়েছে সরকার, পরাজিত হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা।

তিনি বলেন, আমাদের সব মূল্যবোধ রাতের আঁধারে ডাকাত এসে ডাকাতি করে নিয়ে গেছে। আমাদের সমস্ত শুভ চিন্তা অকস্মাৎ কেড়ে নেওয়া হয়েছে।

বিএনপি মহাসচিব আরো বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে গত ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতির চিত্র দেখেছে। জাতিসংঘ ভোট নিয়ে অভিযোগ পুনরায় খতিয়ে দেখতে বলেছে। দেশে-বিদেশে সবাই জানে, মূলত ৩০ ডিসেম্বর কোনও ভোটই হয়নি বাংলাদেশে

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এই নির্বাচনে জনগণের ভোটাধিকার লুট ও মা-বোনদের সম্ভ্রম হরণকারী দলে পরিণত হয়েছে। এ দলটির লজ্জা থাকলে আর কখনোই তারা গণতন্ত্রের কথা মুখে আনতে পারবে না।

আগামী দিনেও আওয়ামী লীগের অধিনে বিএনপি কোনও নির্বাচনে অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেন ফখরুল।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র, জেলা বিএনপির নেতা শরিফুল ইসলাম শরীফ, পয়গাম আলী, আফাজ উদ্দীন ভুইয়া, আনছারুল হক   বক্তব্য রাখেন ।