ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৯১

দেশের ৭ জেলায় শৈত্যপ্রবাহ: সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২৯ ১৪ ফেব্রুয়ারি ২০২৩  

মাঘের শেষে ফাল্গুনের প্রথম দিন থেকে দেশের ৭ জেলায় শৈত্য প্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবার  দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।


মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। রাজধানী ঢাকায়তেও শীত বেড়েছে। তবে বুধবার থেকে তাপমাত্রা বেড়ে গেলে  শৈত্য প্রবাহ দূর হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।