ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৪২

দেশে করোনার নতুন উপধরন বিএফ ৭ শনাক্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৭ ১ জানুয়ারি ২০২৩  

বাংলাদেশে করোনার নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে। রোববার (১ জানুয়ারি) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বিএফ.৭ করোনাভাইরাসের ওমিক্রন ধরনের নতুন উপধরন। চীন থেকে আসা ৪ নাগরিকের একজনের শরীরে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়।

 

চীন থেকে তারা কোভিড নেগেটিভ সনদ সঙ্গে এনেছিলেন। তবে বাংলাদেশে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

 

'ওই ফ্লাইটে আরও অনেকের উপসর্গ ছিল। তবে তাদের কোনো উপসর্গ দেখা যায়নি। করোনা শনাক্ত হওয়ায় তাদের ঢাকা ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালে পাঠানো হয়,' বলেছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ।

 

নতুন উপধরনটি অনেক বেশি সংক্রামক। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, বিএফ.৭ উপধরনে আক্রান্ত একজন ব্যক্তির থেকে ১৮ জন সংক্রমিত হতে পারে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর