ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৮৭

দেশে ঢুকছে ভারতের পেঁয়াজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৫ ১৯ সেপ্টেম্বর ২০২০  

অবশেষে বাংলাদেশে ঢুকতে শুরু করেছে বিভিন্ন স্থলবন্দরে আটকে থাকা ভারতীয় পেঁয়াজ বোঝাই ট্রাক। শনিবার সকাল ১১টার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে নিত্যপণ্যটি ঢুকতে শুরু করে। এখান দিয়ে দুপুর ১২টা পর্যন্ত ৭টি ট্রাকে ১৯৯ টন পেঁয়াজ দেশে ঢুকেছে। 

 

ট্রাক চালকরা জানান, এখনো এ বন্দরে ভারতের অংশে পেঁয়াজ ভর্তি ৩০০-এর বেশি ট্রাক আটকে আছে। টানা কয়েকদিন আটকে থাকায় গরমে মসলাজাত পণ্যটি নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা করছেন পাইকাররা।

 

দিনাজপুরের হিলি স্থলবন্দরের ট্রাকগুলোও ঢোকার অপেক্ষায় আছে। এখান দিয়ে পেঁয়াজ প্রবেশের সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। যশোরের বেনাপোল স্থলবন্দর, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর দিয়েও হালকা পরিসরে ঢুকছে পেঁয়াজের চালান। 

 

বিভিন্ন বন্দরে ভারতের অংশে শত শত ট্রাক আটকে আছে। এসব বাংলাদেশের ব্যবসায়ীদের আমদানি করা পেঁয়াজ। তারা বলছেন, এলসির মাধ্যমে আমদানি করা পণ্যটি রপ্তানি বন্ধের আগেই কেনা হয়েছে। কিন্তু এখন রপ্তানি বন্ধের অজুহাতে এসব বাংলাদেশে পাঠাচ্ছে না ভারত।

 

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই গত সোমবার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত। এ সংবাদ ছড়িয়ে পড়তেই দেশের বাজারে নিত্যপণ্যটির দাম বাড়তে থাকে। ঘোষণার আগে পাইকারি ও খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজের মূল্য ছিল ৬০-৭০ টাকা। একদিনের ব্যবধানে তা সেঞ্চুরি ছাড়িয়ে যায়। অর্থাৎ কেজি প্রতি ৩০-৪০ টাকা বৃদ্ধি পায়। এখন কোথাও ১০০, কোনো জায়গায় ১১০ টাকায় মসলাজাত পণ্যটি বিক্রি হচ্ছে।