ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
২১৮

দেশে ১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩০

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:০০ ২০ ডিসেম্বর ২০২১  

চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ১৩০ জন নিহত হয়েছেন। রোববার (১৯ ডিসেম্বর) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

এতে উল্লেখ করা হয়, একই সময়ে দেশে ৬৮৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এই ১১ মাসে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ৬৭ জন মারা গেছেন। এসব ঘটনায় ৮ হাজার ৫৯৪ জন আহত হয়েছেন।

 

প্রতিবেদনে তুলে ধরা হয়, এসময়ে ১ হাজার ২৪৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই চেষ্টা হয়েছে ২৮৬টি। ধর্ষণের পর হত্যাকাণ্ড ঘটেছে ৪৬টি। ধর্ষণ-পরবর্তী আত্মহত্যা করেছেন ৯ জন।

 

আলোচিত সময়ে ২১৩ নারী স্বামীর নির্যাতনে নিহত হয়েছেন। ৫৪৭ শিশুকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ১২৮ জনের বয়স ৬ বছরের নিচে। ৭-১২ বছর বয়সী শিশুর সংখ্যা ১২৫। এসব ঘটনায় ২১৯ মামলা হয়েছে।

 

আসকের প্রতিবেদনে দাবি করা হয়, ২০২১ সালের জানুয়ারি থেকে নভেম্বরে ১৯৩ সাংবাদিক নির্যাতিত হয়েছেন। আর ১৩ জন ক্ষমতাসীনদের হুমকি পেয়েছেন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর