ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২০০

দেশে ৩২ দিনের ডিজেল, ১৫ দিনের পেট্রল, ৯ দিনের অকটেন আছে: বিপিসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৬ ২৭ জুলাই ২০২২  

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ জানিয়েছেন, দেশে জ্বালানি সংকট নেই। আগামী ৩২ দিনের ডিজেল, ৯ দিনের অকটেন এবং ১৫ দিনের পেট্রল মজুদ আছে। আসছে কয়েকদিন আমদানি না করলেও চলবে।

 

বুধবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জ্বালানি সরবরাহ ও মজুদের বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। 

 

এ বি এম আজাদ বলেন, দেশে ৪ লাখ ৩১ হাজার ৮৩৫ মেট্রিক টন ডিজেল রয়েছে। আগামী ৩০ জুলাই আরও ৩০ হাজার মেট্রিক টন ডিজেল এখানে পৌঁছবে। আর অকটেন মজুদ আছে ১২ হাজার ২৩৮ মেট্রিক টন। আগামী কয়েক দিন এগুলো আমদানি না করলেও চলবে।

 

তিনি দাবি করেন, পেট্রল আছে ২১ হাজার ৮৮৩ মেট্রিক টন। ইতোমধ্যে ৬ মাসের তেল আমদানি নিশ্চিত করা আছে। দেশে ৪৪ দিনের জেট ফুয়েল। এর পরিমাণ ৬২ হাজার ৮৯১ মেট্রিক টন। আর ৩২ দিনের ফার্নেস অয়েল মজুদ রয়েছে। যার পরিমাণ ৮৫ হাজার ৪১ মেট্রিক টন। 

 

এ বি এম আজাদ উল্লেখ করেন, গ্রাহকদের তেল কম কেনার কোনো নির্দেশনা দেয়া হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের সরবরাহ ঠিক রাখার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

 

বিপিসি চেয়ারম্যান বলেন, স্বাভাবিক সময়েও মজুদের পরিমাণ এর চেয়ে খুব বেশি থাকে না। সবমিলিয়ে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

 

তিনি বলেন, তেল একটি চক্রাকার প্রক্রিয়া। আজ যেটির পরিমাণ কম আছে, কাল সেটির পরিমাণ অন্যান্যের চেয়ে বেশি হয়ে যেতে পারে। আগামী দু’একদিনের মধ্যেই অকটেন আসবে। অন্যান্য জ্বালানি পণ্যও আসবে। এসব নিয়ে আমদানি চুক্তি আছে।ফলে সঙ্কট হওয়ার সম্ভাবনা নেই।