ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১২৭৮

দেশ এগিয়ে নিতে দরকার গ্রামীণ যুব মহিলাদের উদ্যোক্তা বানানো

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২৭ ২০ ফেব্রুয়ারি ২০১৯  

ক্ষুদ্র উদ্যোক্তা, তথা গ্রামীণ যুব মহিলাদের আর্র্থ-সামাজিক উন্নয়নে শামিল করতে পরিকল্পিত কার্যক্রম এগিয়ে নিতে পারলে সামগ্রিকভাবে এগিয়ে যাবে দেশ। প্রতিষ্ঠিত হবে নারীর ক্ষমতায়ন। সৃষ্টি হবে সামাজিক ভারসাম্য। বেকারত্ব দূরের পাশাপাশি উন্নত-সমৃদ্ধ জাতি গঠনে রাখা যাবে দৃষ্টান্ত।

 জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) আয়োজিত ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভায় উঠে এলো এমনই বক্তব্য।

বুধবার আম-কাঁসা-রেশমসমৃদ্ধ সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে বিশেষ কার্যক্রম নেয়ার কথাও জানানো হলো আলোচনায়।

সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান আবুল খায়েরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী, শিক্ষাবিদ সমাজকর্মী  ইফাত আরা নার্গিস।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. আব্দুস সালাম, গোবরাতলা ইউনিয়ন চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু, আলাতুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান কামালসহ বারোঘরিয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের ক্ষুদ্র ব্যবসায়ীরা।

অন্যদিকে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলার মহিলা ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার মহিলা উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, নূর নকসী মহিলা জাগরনের উদ্যোগতা তাহমিনা বেগম, স্বপ্নপুরী নকশি ঘরের উদ্যোগতা রওশন আরা বিজলী, নারী উদ্যোগতা আকসানা খাতুন, জেলা আদর্শ স্কুলের শিক্ষক কামরুন নাহার রুবী, চাঁপাই আম বাজারের উদ্যোগতা নূর রাফিয়া খানম, উর্মী নকসী হাউসের উদ্যোগতা আমেনা রোজী উর্মি প্রমুখ।

সভায় প্রধান অতিথি ইফাত আরা নার্গিস বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে ক্ষুদ্র , মাঝারী ও কুটির শিল্পখাতের অবদানকে আরো গঠনমূলক ও অর্থবহ করে গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে ক্ষুদ্র ঋণ দিয়ে সহায়তা করে থাকে। বেকার নারী ও যুবকদের ট্রেনিংকালে এককালীন অনুদান দেয়ার কথাও জানান তিনি। এ ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা এ ক্ষুদ্র ঋণ নিয়ে ব্যবসা করে সাফল্য অর্জন করতে পারেন।