ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
২৩৪

দেশ বাঁচাতে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করতে হবে : সেলিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৪ ২২ ফেব্রুয়ারি ২০২০  

গণতন্ত্রহীনতা ও লুটপাট রুখো- দুঃশাসন হটাও, গদি-নীতি-ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো' শ্লোগান নিয়ে সিপিবি'র উদ্যোগে সারা দেশে দেশরক্ষা অভিযাত্রা কর্মসূিচ পালন করছে সিপিবি।

এরই ধারাবাহিকতায়  শনিবার বেলা ৩টায় ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে  সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

উদ্বোধনী সমাবেশে কমরেড সেলিম বলেন, 'আমরা একটি শোষণহীন সমাজ নির্মাণের লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু বুর্জোয়া শাসকগোষ্ঠী মুক্তিযুদ্ধের সেই স্বপ্ন কেড়ে নিয়েছে।  ফলে দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সারা দেশে ক্যাসিনোর জোয়ার তৈরি করা হয়েছে। লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে। সমাজের ভেতর বৈষম্য চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। ভোটাধিকার হরণ করা হয়েছে। দেশের টাকা লুট করা হচ্ছে। এই দেশকে রক্ষা করতে হবে। সেইজন্য দেশ বাঁচাতে বর্তমান সরকার অপসারণ করে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠার জন্য দেশব্যাপী দেশরক্ষা অভিযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। 

বিভাগীয় সমন্বয় কমিটির সমন্বয়ক এমদাদুল হল মিল্লাতের সভাপতিত্বে সমাবেশে   সিপিবি'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ আলম, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, প্রেসিডিয়াম সদস্য কাফী রতন, কেন্দ্রীয় সম্পাদক জলি তালুকদার, কেন্দ্রীয় নেতা মনিরা বেগম অনু, দিবালোক সিংহ, সাদেকুর রহমান শামীম প্রমুখ বক্তব্য রাখেন।