ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১১৯৯

দোয়ায় কান্নার রোল, গায়েবানা জানাজা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৬ ২২ ফেব্রুয়ারি ২০১৯  

পুরান ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে ব্যাপক হতাহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্বজন ও এলাকাবাসীই শুধু নন, শোকাতুর পুরো জাতি।

আজ শুক্রবার জুমা নামাজে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হয় গায়েবানা জানাজা।

চকবাজার চুড়িহাট্টায় জুমার নামাজ শেষে ইমাম যখন মোনাজাত ধরেন, তখন মসজিদের বাইরেও অনেক মানুষের জটলা। রাস্তায় দাঁড়িয়ে থাকা এসব মানুষও তখন ইমামের সঙ্গে মোনাজাতে শরিক হন। ইমাম যখন মোনাজাত করছিলেন, তখন মসজিদের ভেতর মুসল্লিদের কান্নার আওয়াজ।

চারপাশে পিনপতন নীরবতায় শুধু ইমামের দোয়ার আওয়াজ আর কান্নার শব্দ। মসজিদের বাইরে থাকা অনেক মানুষ এ সময় অশ্রু সংবরণ করতে পারেননি। অনেকে স্বজন না হারিয়েও ঘটনার ভয়াবহতা আর এত মানুষের মৃত্যুর ঘটনায় পারেননি চোখের পানি ধরে রাখতে। মহান সৃষ্টিকর্তার কাছে চেয়েছেন নিহতদের আত্মার মাগফিরাত।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর