ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৫৩

দ্বিতীয় ধাপে ভাসানচরে যাচ্ছে ১০০০ রোহিঙ্গা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০২ ২৭ ডিসেম্বর ২০২০  

কক্সবাজারের শরণাথী শিবির থেকে রোহিঙ্গাদের দ্বিতীয় দলকে আগামী ২৯ ডিসেম্বর ভাসানচরে নেয়া হচ্ছে। তাদের ত্রাণ ও প্রত্যাবাসন সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দফায় বঙ্গোপসাগরের আলোচিত চরে যাবে ১০০০ রোহিঙ্গা। ইতিমধ্যে তাদের স্থানান্তরের এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে প্রথম ধাপে ১৬০০ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে নেয়া হয়। সেবার জাহাজে করে তাদের সেখানে নেয়া হয়। এবারো সেরকম কিছুতে নতুন আবাস্থলে যেতে পারে তারা!

মিয়ানমার সরকার মদদপুষ্ট সেনাবাহিনীর নির্যাতনে সাগর পথে নৌকাযোগে বাংলাদেশে পালিয়ে এসেছে সংখ্যালঘু মুসলিমরা। মূলত তারাই রোহিঙ্গা নামে পরিচিত।

একে একে কক্সবাজারের শরণার্থী শিবির ও তার বাইরে অবস্থান নেয় প্রায় ১১ লাখ রোহিঙ্গা। তাতে নানা সামাজিক সমস্যা সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটে দুই বছর আগে তাদের একটি অংশকে হাতিয়ার কাছে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর