ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৫৩৯

ধর্ষণ মামলায় ৪ শিশু কারাগারে: নিঃশর্ত ক্ষমা চাইলেন ম্যাজিস্ট্রেট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০৯ ১১ অক্টোবর ২০২০  

বরিশালের বাকেরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ৪ শিশুকে কারাগারে পাঠানোর নির্দেশদাতা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ হাইকোর্টে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন।

 

রোববার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চে বিষয়টি শুনানির কথা রয়েছে।

 

এর আগে ওই ৪ শিশুকে কারাগারে পাঠানোর ঘটনায় তলবে হাইকোর্টে উপস্থিত হন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ।

 

বেলা সাড়ে ১১টায় সশরীরে তাকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়। একইসঙ্গে অভিভাবকসহ ওই ৪ শিশু ও বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উপস্থিত থাকতে বলা হয়। 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর