ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪২৩

ধানক্ষেতে ১১০ কৃষককে ‘গলা কেটে’ হত্যা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৯ ৩০ নভেম্বর ২০২০  

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরের এক গ্রামে ধানের ক্ষেতে হামলা চালিয়ে অন্তত ১১০ কৃষককে ‘গলা কেটে’ হত্যা করেছে তথাকথিত ইসলামিক জঙ্গি গোষ্ঠী ‘বোকো হারাম’। রোববার দেশটির জাতিসংঘ মানবাধিকার সমন্বয়ক এডওয়ার্ড ক্যালোন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এডওয়ার্ড ক্যালোন বলেন, ১১০ বেসামরিক লোককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অনেকে আহত হয়েছেন। 

 

দৈনিক আল সাবাহ জানিয়েছে, এ হামলায় ৩০ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। জাবারমারি গ্রামে শনিবার সকালে এ হত্যাযজ্ঞ শুরু হয়। নৃশংস এ হত্যাযজ্ঞে প্রথমে ৪৩ জনের মৃত্যুর খবর দেন এডওয়ার্ড ক্যালোন। পরে ৭০ জন নিহতের কথা বলেন তিনি।

 

জাতিসংঘ মানবাধিকার এ সমন্বয়ক বলেন, চলতি বছরে নিরপরাধ বেসামরিক লোকজনের ওপর এটি সবচেয় ভয়াবহ প্রত্যক্ষ হামলা। তবে এ ঘটনায় বোকো হারামের নাম উল্লেখ করেননি তিনি। কোনো অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী এ নারকীয় হামলা চালিয়ে থাকতে পারে বলে দায় চাপিয়েছেন এডওয়ার্ড ক্যালোন।

 

তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, শতাধিক কৃষককে হত্যা করেছে  ‘বোকো হারাম’ই।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর