ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২০০

ধোনির স্পর্শে ভিন্ন এক বোলারে পরিণত হয়েছেন মোস্তাফিজ: তামিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:২৭ ৯ জুন ২০২৪  

বাংলাদেশ ক্রিকেটে আপাতত না থেকেও বড় এক নাম হয়ে আছেন তামিম ইকবাল। পেশাদার ক্রিকেট থেকে দূরে আছেন অনেকদিন থেকেই। নিজের ক্যারিয়ারের শেষপ্রান্তে আছেন এই ড্যাসিং ওপেনার। ক্রিকেট পরবর্তী জীবনে ধারাভাষ্যে বা বিশ্লেষকের ভূমিকায় আসতে পারেন সেই আভাসও ইতোমধ্যে দিয়ে রেখেছেন তিনি। 

 

বিশ্বকাপে তাকে দেখা গেল ব্রডকাস্টিং পার্টনার স্টার স্পোর্টসে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ২ উইকেটে জয়ের দিনে ম্যাচ শেষে সেখানে তাকে দেখা গেল বিশ্লেষকের ভূমিকায়। তামিম নিজে লঙ্কানদের বিপক্ষে ভাঙা হাতে ব্যাট ধরে ইতিহাসের অংশ হয়েছিলেন। আজ সেই পুরোনো প্রতিপক্ষের বিপক্ষে জয়ে স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত এ ক্রিকেটার। 

 

স্টার স্পোর্টসের আলাপকালে তামিম বলেন- ‘ফিজ ভালো করলেই বাংলাদেশের ভাল করার সম্ভাবনা বাড়বে। ওর (মুস্তাফিজ) পারফরম্যান্স ভালো লেগেছে। কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না, বাদও পড়েছিল দল থেকে। পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে। এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে, শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বাড়বে।’

 

বাংলাদেশের সাম্প্রতিক বাজে পারফর্মের ভিড়ে এমন এক জয় স্বস্তিদায়ক বলেই মনে করেন  তামিম। তিনি বলেন- ‘জয়টা খুবই দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে। নিজেদের খেলাটা নিয়ে আরো ভালোভাবে ভাবতে পারবে।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর