ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৪১৭

নবীর নামে অপপ্রচারকারীরা ছাড় পাবে না: প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩২ ২০ অক্টোবর ২০১৯  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন নানা ধরনের ঘটনা ঘটছে। তাই দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার সন্ধ্যায় গণভবনে যুবলীগ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় এক ছেলের ফেসবুক আইডি হ্যাক করে গুজব ছড়ানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি জিডি হয় এবং দুজনকে গ্রেফতারও করা হয়। তবুও এমন সহিংস ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, অন্যায়ভাবে দুর্নীতি করে কেউ আঙুল ফুলে কলা গাছ হবে, এটা কোনোভাবেই মেনে নেয়া যাবে না। ফেসবুকে নবীর নামে কারা অপপ্রচার চালিয়েছে, পুলিশের ওপর কারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দেশকে অশান্তির দিকে ঠেলে দিতেই এ অপপ্রচার। এ ঘটনায় যারা সংশ্লিষ্ট, তাদের কেউ ছাড় পাবে না।

যুবলীগের ৭ম কংগ্রেস সম্পন্ন করার ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকা বৈঠকে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে রয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর