ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৫৮

নরেন্দ্র মোদী, গঙ্গাঘাট ...

জুলহাস আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৯ ১৫ ডিসেম্বর ২০১৯  

নরেন্দ্র মোদীর গঙ্গাঘাটে এভাবে পড়ে যাওয়ার কি কোন প্রতীকি মূল্য আছে? বিষয়টি দুর্ঘটনাতো বটেই।

ভারতের সর্ব ধর্মের উদারনৈতিক মানুষগুলো বড় মনোকষ্টে আছেন, যারা সামাজিক ও ধর্মীয় সহনশীলতায় বিশ্বাসী তারা সুখে নেই। মোদী সাহেবের আত্মজীবনীকার ও রাজনৈতিক বিশ্লেষক নীলান্জন মুখোপাধ্যায় তাদেরই একজন। দিল্লী প্রেসক্লাবে তিনি আমাকে ফিসফিস করে বলেছিলেন, “জুলহাস, দিস ইন্ডিয়া ইজ নট মাই ইন্ডিয়া, দিস ইন্ডিয়া ইজ নট আওয়ার ইন্ডিয়া।”

কথা বলার সময় নিচু গলায় কথা বলার কারণ জানতে চাইলে বললেন, মোদীজির এজেন্ট সর্বত্র, তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছি দীর্ঘ প্রায় ১১ বছর, জীবনী লিখেছি, বোঝার চেষ্টা করেছি, কিন্তু আমি তার সাথে ভিন্নমত প্রকাশ করায়, তিনি আমাকে সব কিছু থেকে ব্লক করে দিয়েছেন, তিনি ভিন্নমতকে সহ্য করেননা।”

অন্যদিকে দিল্লী ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ও বর্তমানে দিল্লীর নেহরু মেমোরিয়াল লাইব্রেরির ফেলো হিমাংশু রায় মনে করেন, ভারতের অখন্ডতা রক্ষায় মোদীর “হিন্দু ফার্স্ট” পলিসি সঠিক পথেই আছে। তিনি শক্তভাবে NRC ও পরবর্তী পদক্ষেপগুলোকে সমর্থন করেন।

মেমোরিয়াল লাইব্রেরিতে তার জন্য বরাদ্দকৃত ছোট্ট নির্জন কক্ষে বসে দীর্ঘ আলাপচারিতায় তিনি আমাকে বললেন, আপনি যে ধর্মেরই অনুসারী হোন, সমস্যা নেই, কিন্তু আপনাকে ভারতে থাকতে হলে, “you have to be a Hindu first, then you are a Christian, Buddhist or a Muslim. It does not mean you have to belong to Hinduism from religious point of view, but you must accept the philosophy of Hinduism in your thought process.”

তিনি বললেন, “মোদী সংখ্যালঘুদের “বিপক্ষে না, তবে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের স্বার্থ তার কাছে সবার আগে। মোদী মনে করেন হিন্দুদের স্বার্থ সংরক্ষিত হলে ভারতের স্বার্থ সংরক্ষিত হয়, আর সেটা হলে সকল ভারতীয়ের স্বার্থ সংরক্ষিত থাকে, যার মধ্যে সংখ্যালঘুরাও অন্তর্ভূক্ত।” এসব হিমাংশু সাহেবের ব্যাখ্যা। তিনি বললেন, মোদী সরকার সৌদি আরবের কাছে শক্তভাবে দাবি জানিয়েছে যেন, হজ করার জন্য ভারতীয় মুসলিমদের জন্য কোটা বাডিয়ে কয়েক গুণ করা হয়।

দিল্লীর ললিত হোটেলে অবস্থানকালে বেশ কিছু তরুণ তরুণীর সাথে পরিচয় হলো, গল্প হলো। সবাই টগবগে, কর্পোরেট সেক্টরে চাকরি করে সবাই, দারুণ স্মার্ট। তারা সবাই মোদীর সমর্থক। কেউ কেউ বললেন, মোদী আমাদের হিরো, তিনি ভারতকে বিশ্বের সামনে তুলে ধরতে পারেন। হি ইজ আওয়ার সেলিব্রেটি লিডার।

চলতি পথে শিখ ট্যাক্সি ড্রাইভারদের সাথে কথা বলতে গিয়ে দেখলাম, তারা মোদীকে খুবই অপছন্দ করেন, মোদীর কথা জিগ্যেস করতেই কেমন চুপ হয়ে যান তারা, তারপর যখন বুঝতে পারেন আমি বাংলাদেশের মানুষ, মুসলমান, তখন মুখ খুলেন, মোদী? নট গুড, নট গুড। উই হেইট হিম!

মুক্তমত বিভাগের পাঠকপ্রিয় খবর