ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৮৫

নানা ঘরোয়া কাজেও ব্যবহৃত হয় শেভিং ক্রিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০২ ১ অক্টোবর ২০২০  

পুরুষদের লুক অনেকটাই দাড়ির ওপর নির্ভর করে। স্বাভাবিকভাবেই এর যত্ন না নিলে সৌন্দর্য মোটেই উন্নতি করবে না। আর দাড়ির যত্ন নিতে গেলে শেভিং ক্রিম আবশ্যক। এটি ছাড়া শেভ করা খুবই কঠিন। 

 

তবে শেভিং ক্রিমের ব্যবহার কেবল পুরুষদের দাড়িতেই সীমাবদ্ধ নয়। এর সাহায্যে বাড়ির অনেক ছোটখাটো কাজও করা যায়। আসুন জেনে নেয়া যাক, ঘরোয়া কাজে শেভিং ক্রিমের কিছু আশ্চর্যজনক ব্যবহার সম্পর্কে – 

 

# স্টিলের বাসন পরিষ্কার করতে এটি ব্যবহার করা যেতে পারে। একটি পরিষ্কার কাপড়ে শেভিং ক্রিম নিয়ে স্টিলের বাসনে ঘষুন। দেখবেন সেটি আবারও চকচকে হয়ে গেছে। 

 

# কার্পেট পরিষ্কারের ক্ষেত্রেও শেভিং ক্রিম ব্যবহৃত হয়। এটি সরাসরি তাতে লাগিয়ে পরিষ্কার করুন। 

 

# প্রচণ্ড রোদে বাইরে বেরোলে ত্বক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। সানবার্ন হওয়ার কারণে চামড়া লাল হয়ে যায়, র‌্যাশ বের হয়, ত্বক জ্বালাপোড়া করে। এক্ষেত্রে শেভিং ক্রিম ব্যবহার করতে পারেন। প্রভাবিত জায়গাগুলোতে তা লাগান। এতে জ্বালা কমবে। 

 

# নেল পেন্ট লাগানোর সময় যদি নখের আশেপাশে নেলপলিশ লেগে যায় এবং তা তুলতে কাছে রিমুভার না থাকে; তাহলে চিন্তা করার দরকার নেই। শেভিং ক্রিমের সাহায্যে সহজেই নেল পেন্ট তুলতে পারেন। যেখানে নেলপলিশ লেগেছে সেখানে এটি লাগান। এরপরে পরিষ্কার করুন। 

 

# বিভিন্ন উপায়ে জুয়েলারি পরিষ্কার করা হয়। তবে শেভিং ক্রিমের সাহায্যে খুব সহজেই তা পরিষ্কার কো যায়। এজন্য প্রথমে জুয়েলারি একটি পাত্রে রাখুন। এবার সেটির ওপর শেভিং ক্রিম লাগিয়ে হালকা ঘষুন। ১০ মিনিট এভাবে রাখুন। অতপর ভালো করে ধুয়ে মুছে নিন।