ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১৫২১

নামাজের জন্য খুলে দেয়া হলো মসজিদুল হারাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৩ ১৮ অক্টোবর ২০২০  

করোনা মহামারির কারণে প্রায় ৭ মাস বন্ধ ছিল মসজিদুল হারাম। অবশেষে তা খুলে দিল সৌদি আরব। আপাতত দেশটির নাগরিক এবং সেখানে বসবাসকারী বিদেশিরা মসজিদটিতে গণহারে নামাজ পড়তে পারবেন। রোববার সকালে সৌদির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন এ তথ্য দিয়েছে।

 

প্রাণঘাতী ভাইরাসের কারণে গেল মার্চ থেকে পবিত্র মসজিদটিতে স্বল্প পরিসরে নামাজ আদায় চললেও জামাত বন্ধ ছিল। এতদিন সাধারণ মুসল্লিদের তাতে প্রবেশের অনুমতি ছিল না। শুধু ইমাম, মুয়াজ্জিনসহ মসজিদের কর্মচারীরা সেখানে এবাদত-বন্দেগি করতে পারতেন। 

 

গেল ১৭ মার্চ মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদুল নববী ছাড়া দেশের সব মসজিদে জামাতে নামাজ পড়া স্থগিত করে সৌদি সরকার। পরে প্রধান দুটি মসজিদেও তা আদায় বন্ধের নির্দেশ জারি করে তারা।

 

করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে গেল ৪ অক্টোবর ওমরাহ যাত্রীদের জন্য মসজিদুল হারামের দুয়ার খুলে দেয় সৌদি কর্তৃপক্ষ। এবার জামাতে নামাজের জন্যও তা উন্মুক্ত করে দেয়া হলো।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর