ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৬২

‘নারীরা জায়েদ খানে আটকায়’, বক্তব্যের জেরে আইনি বেড়াজালে নায়ক

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৩৮ ১৪ আগস্ট ২০২৩  

‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’ বক্তব্যের জেরে চিত্রনায়ক জায়েদ খানকে আইনি নোটিশ পাঠিয়েছেন মুনিরা মান্নান নামে একজন নারী আইনজীবি। নোটিশে জানানো হয়, ২৪ ঘন্টার মধ্যে এই বক্তব্য প্রত্যাহার না করলে জায়েদ খানের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।


নোটিশে তিনি উল্লেখ করেন, ‘১২/০৮/২০১৩ইং তারিখে একটি বাংলা ছবির সংবাদ সম্মেলনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে ‘‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’’ বক্তব্যটি প্রদান করেন। যা বাংলাদেশের প্রায় সকল গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, টিভি এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়।’


নোটিশে বলা হয়, আপনার উপরোক্ত এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমগ্র নারীদের সম্মান ক্ষুন্ন ও হেয় প্রতিপন্ন করা হয়েছে। যেখানে ১৯৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধে নারীদের বিশাল ত্যাগ ও অবদানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল। যেখানে বাংলাদেশের সংবিধান নারী ও পুরুষের সমান অধিকার প্রদান করা হয়েছে।

 

সেখানে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর অর্ধেক নারী, সেখানে নারীর প্রতি এমন অবজ্ঞা স্বরূপ বক্তব্য, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে, সেখানে আপনার মত একজন বাংলা চলচ্চিত্রের নায়কের এমন অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের নারীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে।

 

সবশেষ নোটিশে বলা হয়েছে, আপনি আপনার ‘নারী জায়েদ খান আটকায়’ উক্ত বক্তব্যটি আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হইল এবং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান থেকে বিরত না থাকলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর