ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৮৭

না ফেরার দেশে কাদের খান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০২ ১ জানুয়ারি ২০১৯  

বলিউড অভিনেতা কাদের খান মারা গেছেন। কানাডার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী হাজরা, তিন ছেলে তাদের স্ত্রী এবং নাতি-নাতনি রেখে গেছেন হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা।

সরফরাজ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি কাদের খানের ছেলে। বার্তা সংস্থা পিটিআইকে সরফরাজ বলেন, বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। কানাডার স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টায় পরপারে পাড়ি জমিয়েছেন। বিকেলেই কোমাতে চলে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ১৭ সপ্তাহ ধরে  হাসপাতালেই ছিলেন।

কাদের খানের দাফনের ব্যাপারে তিনি বলেন, মুম্বাই নয়, বাবাকে কানাডার টরন্টোতেই দাফন করা হবে। এখানে আমাদের পুরো পরিবার আছে। আমরা সবাই এখানেই থাকি। তাই শেষকৃত্য এখানেই হবে।

শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাতেও ভুলেননি সরফরাজ বলেন, বাবার অসুস্থতার খবর পেয়ে তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা সবসময় আমাদের পরিবারের পাশে থেকেছেন। মনোবল জুগিয়েছেন। এজন্য সবাইকে ধন্যবাদ।

কাদের খানের জন্ম আফগানিস্তানের রাজধানী কাবুলে। বলিউডে ৩০০ ছবিতে অভিনয় করেছেন তিনি। ২৫০টি ছবির সংলাপ লিখেছেন। রাজেশ খান্না অভিনীত ‘দাগ’ ছবি দিয়ে ১৯৭৩ সালে বলিউডে ক্যারিয়ার শুরু করেন এ শক্তিমান অভিনেতা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর