ঢাকা, ৩০ নভেম্বর শনিবার, ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৪৫

নিউজিল্যান্ডে ২৫ দিন পর ফের করোনা রোগি শনাক্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৩ ১৬ জুন ২০২০  

নিউজিল্যান্ডে ২৫ দিন পর ফের করোনা রোগি শনাক্ত হলেন। মঙ্গলবার দেশটিতে নতুন করে দু’জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী জানান, সংক্রমিত হওয়া এ দুই রোগি সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে আসেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে, নিউজিল্যান্ডে নতুন করে দু’জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন।

তারা সম্প্রতি মার্কিন মুলুক সফর করেন। 

বর্তমানে শুধু নিজেদের নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরে আসতে সীমান্ত খুলে দিয়েছে নিউজিল্যান্ড সরকার।

বিশেষ বিবেচনায় ব্যবসায়ীদের জন্যও এ সুযোগ রাখা হয়।

তবে দেশের বাইরে থেকে আসা সবাইকেই বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহ আলাদা (আইসোলেশন) থাকতে হবে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নিউজিল্যান্ড। গেল সপ্তাহে নিজেদের করোনামুক্ত ঘোষণা করে তারা। 

দেশটির জনসংখ্যা প্রায় ৫০ লাখ। এখন পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত হয়ে মাত্র ২২ জন মারা গেছেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর