ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৭৪৩

নিজের গানে মডেল হলেন হিরো আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৬ ৯ জানুয়ারি ২০২১  

একের পর এক গান গেয়ে আলোচনায় আছেন। ‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন হিরো আলম।  নানা ধরনের গান গেয়ে অবশেষে গাইলেন হিন্দি গান। 

 

সোশ্যাল মিডিয়ায় বিরুপ মন্তব্য ছুড়ে তোপের মুখে পড়েন তিনি। কিন্তু দমে যাওয়ার পাত্র নন তিনি। এবার নিজের গানের সঙ্গে মডেল হলেন নিজেই। গানের শিরোনাম 'কিছু কথা আছে তোমার সাথে'। হিরো আলম ওরফে আশরাফুল আলমের সঙ্গে এ গানে কণ্ঠ দিয়েছেন সম্ভাবনাময়ী গায়িকা নাজু। গানে হিরো আলমের সঙ্গে মডেল হয়েছেন নিয়মিত মুখ নুসরাত। 

 

এ ব্যাপারে হিরো আলম জানান, আমি চিন্তা করেছি নিজের গানে এবার নিজেই মডেল হবো। আমি গেয়েছি, অভিনয় করেছি। কিন্তু টেলিভিশনের দরজায় দরজায় যাচ্ছি না। আমার চ্যানেল আছে সেখানে ছাড়ছি, যার ইচ্ছা হয় দেখবে, যার ইচ্ছা হয় না দেখবে না। এতে সমালোচনার কি আছে? 

 

তিনি বলেন, ‘আমি কোনো গায়ক না, শিল্পী না। আমি ভাঙা মন জোড়া লাগাতে চাই। একটু বিনোদন দিতে চাই। কে কী সমালোচনা করলো আমি কেয়ার করি না!’

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর