ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৫৩১

নিজ কার্যালয়ের গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় দিলেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:১৭ ১৩ সেপ্টেম্বর ২০২১  

নিজ কার্যালয়ের গাড়ি কেনার টাকা ফেরত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই টাকা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় ব্যয় করার নির্দেশ দিয়েছেন তিনি। ২০২১-২০২২ অর্থবছরে তার কার্যালয়ের গাড়ি কেনার জন্য বরাদ্দ ১৫ কোটি টাকা স্বাস্থ্যসেবায় খরচ হবে।

 

রোববার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনা করোনা পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এরই অংশ হিসেবে নিজ কার্যালয়ের জন্য গাড়ি কেনা বাদ দিয়ে সেই টাকা স্বাস্থ্যসেবায় ব্যয় করার নির্দেশ দিয়েছেন।

 

এ নির্দেশনা বাস্তবায়নে এদিন সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা নিজ কার্যালয়ের গাড়ি কেনার ১৫ কোটি টাকা স্বাস্থ্যসেবায় দিয়ে মিতব্যয়িতার নজির স্থাপন করেছেন।