ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭৯

নিমিষে মাটিতে মিশে গেলো ৪০তলা ভবন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:২৪ ৩১ আগস্ট ২০২২  

অবশেষে ভারতের নয়ডার টুইন টাওয়ার ভেঙে ফেলা হলো। কুতব মিনারের চেয়ে উঁচু ছিল এটি। মূলত বিস্ফোরণ ঘটিয়ে এটি মাটিতে মিশিয়ে ফেলা হয়। দূষণ নিয়ন্ত্রণে এমারেল্ড কোর্ট চত্বরে আনা হয় ১১টি স্মগ গান। এর মধ্যে দুটি রাখা হয় টুইন টাওয়ারের সামনে। বাকি ৯টি ওই এলাকার আশপাশে মোতায়েন করা হয়।

 

নয়ডার ৯৩-এ সেক্টরে টুইন টাওয়ারের চারপাশে মোতায়েন করা হয় বিপর্যয় মোকাবেলা বাহিনী। এর মধ্যে ছিল ৫৬০ পুলিশ, ১০০ রিজার্ভ ফোর্স এবং ৪টি জরুরি বাহিনী।

 

এমারেল্ড কোর্টে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবাসনগুলোর মাঝখানে মাথা তুলে দাঁড়ানো টুইন টাওয়ারের নাম ছিল ‘অ্যাপেক্স’ ও ‘সিয়ান’। ২০০০ সালে ‘এমারেল্ড কোর্ট’ আবাসন তৈরির ভাবনাচিন্তা শুরু হয়। তবে সেসময় তাদের কথা ভাবা হয়নি। তখন কথা ছিল, গ্রেটার নয়ডার ওই এলাকায় ১৪টি আবাসন ভবন তৈরি হবে। যার প্রত্যেকটি হবে ৯তলা উচ্চতার। কিন্তু ২০১২ সালে হঠাৎ পরিকল্পনা বদলে যায়।

 

প্রথম থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল টুইন টাওয়ার। ৪০তলা ভবন দুটি নির্মাণের সময় আইন মানা হয়নি। এ নিয়ে প্রায় ১০ বছর আদালতে আইনি লড়াই লড়েন সেখানকার বাসিন্দারা। পরিশেষে সুপ্রিম কোর্ট নির্দেশ দেন ২৮ আগস্ট তা ভেঙে ফেলতে হবে।

 

সেই নির্দেশ অনুযায়ী, ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক দিয়ে মাত্র ৯ সেকেন্ডেই গুঁড়িয়ে ফেলা হলো এ বিশাল অট্টালিকা। নিমিষেই তা মাটিতে মিশে গেল।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর