ঢাকা, ২০ জানুয়ারি সোমবার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৭৩৯

নির্বাচনে অংশগ্রহণের আগেই বিএনপি হেরে গেছেঃ ওবায়দুল কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৯ ২৩ ডিসেম্বর ২০১৮  

বিএনপি এখন এলোমেলো এবং হারার আগেই হেরে গেছে তারা। বিএনপি কখনো বিজয়ী হতে পারবে না বলে মন্তব্য করেছেন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

রোববার নোয়াখালী-৩ আসনের সেনবাগ উপজেলার সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাসে স্বাধীনতাবিরোধী অপশক্তি পরাজিত হবে। বিএনপির মধ্যে আছে সন্ত্রাসী, দুর্নীতিবাজ আর খুনি। সারাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা যদি ক্ষমতায় আসে আবার হাওয়া ভবন তৈরি হবে, দুর্নীতিতে দেশ আবার চ্যাম্পিয়ন হবে।

তিনি বলেন, শেখ হাসিনা দেশকে আলোর পথে এনেছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার অন্ধকারে ফিরে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ কোথা থেকে কোথায়। তারা আসলে এসব সব নষ্ট করবে। দেশটাকে আর দেশ বলা যাবে না তখন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে এ এলাকার কোনো উন্নয়ন হয়নি। এটা বিএনপির ইতিহাস। অথচ গত পাঁচ বছরে ৯৬ ভাগ বিদ্যুৎ সংযোগ, স্কুল-কলেজ ভবন পাকাকরণসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে। এ উন্নয়নকে অব্যাহত রাখতে হলে সব ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে, তা না হলে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবে।

সেতুমন্ত্রী আরও বলেন, সারাদেশে ২০০ ইউনিয়নে ডিজিটাল সেন্টার গ্রামীণ জনগণকে তথ্য প্রযুক্তি সেবা দিয়ে যাচ্ছে, সব রাস্তা পাকা হয়ে গেছে। এবার সরকার গঠন করলে প্রত্যেক পরিবার থেকে একজন বেকারকে চাকরি দেয়া হবে। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে, লাশের পাহাড় গড়ে তুলবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ২০১৪ সালের আগুন সন্ত্রাসীদের যদি দেখতে না চান, তাহলে আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।

এ সময় নোয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এম মোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান মানিকসহ, সেনবাগ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।