ঢাকা, ০৫ জানুয়ারি রোববার, ২০২৫ || ২২ পৌষ ১৪৩১
good-food
৩৫

নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ নিয়ে যা জানালেন সিইসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩১ ৩০ ডিসেম্বর ২০২৪  

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মনে করেন, সরকার ও আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচন অংশগ্রহণে কোনো বাধা নেই দলটির।

 

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

 

নাসির উদ্দিন বলেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ডান-বাম বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। বর্তমানে আমরা বিবেকের চাপে আছি। এদেশে ভালো নির্বাচন করা সম্ভব। সুষ্ঠু নির্বাচন করতে সবধরনের ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।

 

তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এবার আগের মতো আর ভোট হবে না। ৫ আগস্টের পর ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। ‘৯১,’৯৬-এর মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তা-ভাবনা আছে কিনা? জবাবে সিইসি বলেন, এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। আমরা ওনাদের সুপারিশনামা এখনো পাইনি। তবে কমিশনের তরফে এ ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না।

 

এসময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুছ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক সহ উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।