ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১০৩০

নির্মলেন্দু গুণের কাছে খোলা চিঠি

মেজর ডা. খোশরোজ সামাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৪ ২৫ জুন ২০১৯  

সুপ্রিয় গুণ দা,

১. গত ২১ জুন ছিল আপনার ৭৫ তম জন্মদিন। প্রায় চার বছর যাবত অসংখ্য কাব্য অনুরাগীর তীব্র ভালবাসার অসীম স্রোতধারাকে উপেক্ষা করে আপনি আনুষ্ঠানিকভাবে আপনার জন্মদিন শুধু পালন তো করেনই নি, অন্যদেরকে পালনে নিরুৎসাহিত করেছেন। জানি না, কোন অভিমান বা না জানা কোন কারণে প্রায় আনন্দহীন বাংলা ভাষাভাষীকে অন্তত একটি দিন প্রিয়জনের জন্মতিথিতে উন্মাতাল হবার সুযোগ থেকে বঞ্চিত করেছেন।

 

২. প্রায় দুদশক আগে ' হে বন্ধু মোর ' আবুল হাসানকে হারিয়ে ফেললেন। একদশক আগে শামসুর রাহমান, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ্কে। তারপর শুধু ঘুম আর ঘুম। ঘাসের জমিনে ঘুমিয়ে গেলেন আল মাহমুদ, রফিক আজাদ,শহীদ কাদরী, সাযযাদ কাদির। মহাদেব সাহা হয়েছেন দেশান্তরি। কাছের মানুষের চলে যাওয়া সইবার কষ্ট বুঝি আপনার বুকে বড় বেদনার মত বেজেছিল। তাই, আপনার বুকের কষ্ট কমাতে শল্য চিকিৎসকরা ছুরি কাঁচি চালিয়েছিল। যমদূতকে দরজা দিয়ে ঢুকতে দেখা গেলেও শেষতক জানলা দিয়ে পালিয়ে যেতে দেখা গেছে।

 

৩. পঁচাত্তরের বৈরী সময়ে বংগবন্ধুকে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে আপনার দূর্বিনীত কলম হন্তারকের হাত থেকে ছুরি ফেলে দিয়েছিল। ' হুলিয়া ' আজও বাংলা ভাষায় অনতিক্রম্য এক সৃষ্টি। শুধু কবিতা কেন ছোটগল্প, উপন্যাস, নিবন্ধ ,ভ্রমণ কাহিনীও লিখেছেন বেশুমার। চিত্রশিল্প এমন কি চলচ্চিত্র নির্মাণেও আপনাকে সপ্রতিভ দেখা গেছে।

 

৪. সম্প্রতি আপনি পিতামহ হবার আনন্দে ভেসেছেন। জন্মপীঠে সমুদ্রের শত বছরের কল্লোলকে বন্দী করে লাইব্রেরি গড়েছেন। জীবনের কাছে যতটুকু চাইবার ছিল, অনুমান করি, তার অনেকটাই পেয়েছেন।

 

৫. আপনিই শিখিয়েছেন,' দুঃখ করো না, বাঁচো'। অথচ জন্মতিথিতে আর কোন নাকাড়া বাজাতে দেন নি।

 

৬. লেখালেখি কমাতে কমাতে প্রায় শুন্যতে নামিয়ে এনেছেন। এ কথা আপনার অজানা নয় যে,রবীন্দ্রনাথ মৃত্যুর শেষদিনেও লিখেছিলেন,' তোমার সৃষ্টির জাল আকীর্ণ করি'। আজও বৃষ্টি হয়েছে। কোথাও বা ডাহুক ডেকেছে, পরম নির্ভরতায় প্রিয়জনের উন্মুল ঠোঁটে ঠোঁট রেখেছে কবন্ধ কোন প্রেমিক। লুটেরারা আজও সম্পদ কুক্ষিগত করে রেখেছে। আজও দিন বদলের স্বপ্ন শেষ হয় নি।

 

৭. বয়স আপনাকে শুধু অভিজ্ঞতায় সমৃদ্ধ করে নি, করেছে স্থিতধী, প্রাজ্ঞ। তাই, কাব্যপ্রেমীরা আজও তৃষিত থাকে আপনার নবনব সৃষ্টির আস্বাদ নেয়ার জন্য। কবি,এমন সময় কি ঘরে বসে থাকা কি আপনাকে মানায়?

- ইতি, এক অভাজন, খোশরোজ সামাদ।

শিল্প-সাহিত্য বিভাগের পাঠকপ্রিয় খবর