ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১৬৭

‘নীল জোছনা’ সিনেমায় পার্থ বড়ুয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৩ ৫ জুলাই ২০২৪  

পার্থ বড়ুয়া গানের মানুষ। পাশাপাশা পার্থ নিজেকে একজন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত। সম্প্রতি  নতুন এক সিনেমায় অভিনয়ের জন্য চুক্তি করেছেন। চলতি মাসে সিনেমার চিত্রায়নে অংশ নেবেন পার্থ। ‘নীল জোছনা’ নামের এই সিনেমাটি নির্মাণ করছেন ফাখরুল আরেফীন খান।

 

এর আগে  ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ নির্মাণ করেছেন। সরকারি অনুদানের ‘নীল জোছনা’ সিনেমাটি নির্মিত হয়েছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজিবিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। এই সিনেমায় পার্থকে ডা. তরফদার চরিত্রে দেখা যাবে।

 

নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘নির্মাতা ফাখরুল আরেফিন খানের সঙ্গে আমার বন্ধুত্ব দীর্ঘদিনের। গল্প আর চরিত্র পছন্দ হয়েছে বলেই এবারই প্রথমবারের মতো আরেফীনের সিনেমায় অভিনয় করছি। আশা করছি ভালো একটি কাজ হবে।’

 

এ বিষয়ে নির্মাতা আরেফিন বলেন, ‘ডা. তরফদার চরিত্রের জন্য পার্থ বড়ুয়া মানানসই হবে।  তিনি চিত্রনাট্য দেখে সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। এই ধরনের চরিত্রে পার্থদাকে এর আগে কেউ দেখেননি।’
 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর