ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৩৭১

নেত্রকোনায় ট্রলারডুবি, ১১ জনের মরদেহ উদ্ধার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১৫ ৯ সেপ্টেম্বর ২০২০  

নেত্রকোনার কলমাকন্দায় গোমাই নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বালুবাহী নৌকার সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী ট্রলার ডুবে ১১ জনের প্রাণহানি হয়েছে।

আকবর আলী বলেন, উদ্ধার কাজে যাচ্ছে ফায়ার সার্ভিস। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। 

যাত্রীবাহী ট্রলারটি সুনামগঞ্জের মধ্যনগর থেকে নেত্রকোনার ঠাকুরাকোনায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

তবে ট্রলারে ৩৬ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় এখনো ২৫ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করছেন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর