ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
২৩৬

পদত্যাগের খবরে মুরাদের এলাকায় মিষ্টি বিতরণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৫ ৭ ডিসেম্বর ২০২১  

 নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা  পদত্যাগের নির্দেশ দেয়ার পর আজ তিনি পদত্যাগপত্র জমা দেন। 

এদিকে ডা. মুরাদের পদত্যাগের খবরে তার নির্বাচনী এলাকা জামালপুর-৪ সরিষাবাড়ীতে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন করেন।

সোমবার রাতে তারাকান্দি শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানান।
 সরিষাবাড়ীর কয়েকটি স্থানে স্থানীয় লোকজন পটকা ফুটিয়ে উল্লাস প্রকাশ করেন। ওই এলাকার জনগণ সোমবার রাত থেকেই মোড়ে মোড়ে দোকানপাটে টিভির সংবাদ দেখতে লোকজন ভিড় করেন।।

সম্প্রতি ডা. মুরাদ হাসান একের পর এক বিতর্কিত মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।