ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৮৬

পদত্যাগ করতে চান বরিস জনসন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫০ ২০ অক্টোবর ২০২০  

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মনে করেন, প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন খুবই কম। এই বেতনে তাকে সংসার চালাতে হিমশিম খেতে হয়। অথচ গতবছর জুলাইয়ে দায়িত্ব নেয়ার আগে তিনি বর্তমান উপার্জনের চেয়ে অনেক বেশি আয় করতেন। তাই আগামী বসন্তে পদত্যাগ করার কথা ভাবছেন বলে দাবি করেছেন জনসনের দল কনজারভেটিভের কিছু এমপি। খবর দ্য মিরর, টাইমস নাউ নিউজ।

 

এতে বলা হয়েছে, বরিস সহকর্মীদের কাছে অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তার বার্ষিক আয় ১ লাখ ৫০ হাজার ৪০২ পাউন্ড। অথচ গতবছর এ দায়িত্ব গ্রহণের আগে তিনি দ্য টেলিগ্রাফ পত্রিকায় কলাম লিখতেন। সেমিনারে বক্তব্য রাখতেন। এসব করে মাসে আয় করতেন ২৩ হাজার পাউন্ড। এমনকি ১ মাসে ২টি সেমিনারে বক্তব্য দিয়ে আয় করেছিলেন ১ লাখ ৬০ হাজার পাউন্ড।

 

হোয়াইট হলের সূত্রগুলো মিডিয়াকে বলেছেন, আগামী গ্রীষ্মে পদত্যাগ করতে চান জনসন। এজন্য তিনি আর ৬ মাস ক্ষমতায় থাকবেন, যাতে ব্রেক্সিট পুরোপুরি সম্পন্ন করতে পারেন। একজন এমপি বলেন, প্রধানমন্ত্রীকে নিজের ৬ সন্তানকে বছরে খরচ হিসেবে দিতে হয় ৪২ হাজার ৫০০ পাউন্ড। এই খরচ নিয়ে উদ্বিগ্ন তিনি।

 

ওই এমপি আরো বলেন, বরিসের ৬টি সন্তান আছে। তন্মধ্যে কয়েকজন একেবারে ছোট। তাদের আর্থিক সহায়তা দিতে হয়। অন্যদিকে বিবাহ বিচ্ছেদের চুক্তি অনুযায়ী সাবেক স্ত্রী মেরিনা হুইলারকে একটা বড় অংকের অর্থ দিতে হয়।

 

তবে জনসন দীর্ঘদিন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন বলে দাবি করেছেন আরেকজন এমপি। তার সম্পর্কে এসব কথা বলা হলেও মেট্রোর কাছে সেসব প্রত্যাখ্যান করেছে ১০ ডাউনিং স্ট্রিট। কিন্তু আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর