ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৪৭৪

পদ্মা সেতুতে নেমে ছবি তুললেই জরিমানা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৪ ২৬ জুন ২০২২  

পদ্মা সেতুর ওপর যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার  নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা, পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটা সম্পূর্ণ নিষেধ।

 

এ ব্যাপারে শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা জানান, সোমবার থেকে পদ্মা সেতুতে নেমে ছবি তুললে জরিমানার কবলে পড়তে হবে। একই সঙ্গে বাইকের গতি নিয়ন্ত্রণে না রাখলে বা কিংবা নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকে পদ্মা সেতু নেমে ছবি তুলেছে। প্রথম দিন শিথিল থাকলেও সোমবার থেকেই কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

 

পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম দিনেই বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল থামিয়ে মোবাইল ক্যামেরায় সেলফি তোলার হিড়িক পড়ে যায়। উৎসুক জনতা নিষেধাজ্ঞা অমান্য করেই ছবি তুলতে দেখা যায়।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর