ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৪৩

পদ্মা সেতুতে বসল ১৯তম স্প্যান, দৃশ্যমান হলো ২৮৫০ মিটার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৬ ১৮ ডিসেম্বর ২০১৯  

সপ্তাহের ব্যবধানে আবারও পদ্মা সেতুতে যোগ হলো ১৯তম স্প্যান। বুধবার (১৮ ডিসেম্বর) মাঝনদীতে ২১ ও ২২ নম্বর পিলারের ওপর এ স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো ২ হাজার ৮৫০ মিটার সেতু। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

তখনও জাগেনি পদ্মা। নদীর বিস্তৃতি আটকে আছে ঘোর কুয়াশায়। তবু দূরে চোখে পড়ে স্প্যান বয়ে নিয়ে যাওয়ার দৃশ্য। ধীরে ধীরে বড় হতে থাকে এর কাঠামো।

মাওয়ার ইয়ার্ড থেকে নিয়ে ৩ কিলোমিটার দূরে বসাতে হচ্ছে স্প্যান। বুধবার সকালে দ্রুত এগিয়ে যায় ভারি ক্রেনটি। অবস্থান নেয় নির্ধারিত পিলারের কাছে।

নদীর দুইপাড়ে ব্যাপক কর্মচাঞ্চল্য। চীনের প্রকোশলীদের তত্ত্বাবধানে বাংলাদেশি শ্রমিকরা তাদের কাজ শুরু করেন। শক্ত মোটা ক্যাবলে বেঁধে ফেলা হয় ক্রেন। সব কিছু ঠিকঠাক। বেশি সময় লাগে না স্প্যানটিকে পিলারের ওপর টেনে আনতে। জোড়া দেয়া হয় এখানে আগে তুলে রাখা ৩টি স্প্যানের সঙ্গে।

ডিসেম্বর মাসের মধ্যেই ২০তম স্প্যানটি তোলা হলে দৃশ্যমান হবে পুরো ৩ কিলোমিটার অথাৎ প্রায় অর্ধেক পদ্মা সেতু।

ফিচার বিভাগের পাঠকপ্রিয় খবর